স্বাধীনতা : শাহান আরা জাকির পারুল
প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২১ ০৪:৩৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:৩৯

প্রতিবন্দ্বি সখিনা জানতো না স্বাধীনতা কি!
ফুরফুরে বাতাসে ওর শিরায় শিরায়
দোল খেত মিঠে বাতাস-
ওর আঁচলে উড়তো স্বপ্নিল এক মন পবনের নাও,
সে যেন উড়ে উড়ে আর ঘুরে ঘুরে
বেড়াতো মটরশুটি ক্ষেতে,
কিংবা হলুদ সর্ষে ক্ষেতে বুনো ফড়িঙের পিছে!
প্রজাপতি এসে চুমু খেতো সখিনার গালে,
ওর অবুঝ মনটা শিহরিত হতো
হয়তোবা কিছুটা!
সখিনা জানে না স্বাধীনতা কি! সে শুধু জানে
এই পৃথিবীর সবটুকু সজীবতাই তার স্বাধীনতা,
হটাৎ হায়েনা এসে লুটে নিলো সখিনার দেহ...
সখিনার পৃথিবী স্তব্ধ হলো!
দেহে তার অংকুরিত হলো শত্রুর বীজ-
সখিনা বুঝে গেলো,
সখিনা বুঝে গেলো- স্বাধীনতা কি!
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল
আপনার মূল্যবান মতামত দিন: