ফ্যাটালিজম : মাহবুবুল আলম


প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২২ ০১:৫৬

আপডেট:
৫ জানুয়ারী ২০২২ ০২:০১

ছবিঃ : মাহবুবুল আলম

 

দ্বিতীয় ইনিংস খেলার জন্য ক্রীজে এসে দেখি
চারিদিকে সুনসান নিরবতা! 
মরিচীকাময় দর্শকগ্যালারি, তবুও কেন যে
উপযুক্তহীনতায় কোন বিক্রমে নেমে 
এলাম বাইশগজে, সে কী গোপন বাসনা
নাকি সাঁঝবেলার উচ্চাভিলাস
নাকি গতানুগতিক পুরনো অভ্যাস?

যখন মিসাইলের গতিতে নিক্ষিপ্ত হয় বল
তখন আত্মবিশ্বাস লুটিয়ে পড়ে ভোরের 
শিউলির মতো, সাহসের পাখিরা বিবাগী
হয়ে পাখামেলে দূরে, শূন্যরানে উইকেট
বিলিয়ে দেয়ার দুয়োধ্বনি আমাকে যে
দগ্ধ করে বিষাদের কঠিন দহন।

একদিন এই আমাকে নিয়ে হয়েছে কত
মাতামাতি, ভক্তদের গ্যালারি কাঁপানো চিৎকার;
অটোগ্রাফ শিকারীদের ঘিরেই ছিলো কী যে
সুবর্ণ সময়, রঙিন ম্যাগাজিনে প্রচ্ছদ স্টোরি;
সুদীর্ঘ সাক্ষাতকার, দলবদল বা আইপিএল
নিলামে সর্বোচ্চ দাম, কেবলই জয়জয়কার।

অথচ এখন, কত দুয়োধ্বনি, কত উপহাস,
চারিদিকে নিন্দার ঝড়, ব্যঙ্গ বিদ্রুপের তীর
তীব্র বেগে ছুটে আসে দশদিক থেকে
আমি বিদ্ধ হই, রক্তাক্ত হই, নতহাঁস হয়ে
হাঁটা দিই সাজঘরের দিকে; আর মনে মনে বলি
হায় নিয়তিবাদ, এ-তোমার কেমন বিচার !

 

মাহবুবুল আলম
কবি-কথাসাহিত্যিক, কলামিস্ট ও গবেষক



আপনার মূল্যবান মতামত দিন:


Top