ভালবাসা : মধুবন চক্রবর্তী


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২২ ০২:২৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০১:১৬

ছবিঃ মধুবন চক্রবর্তী

 

তোমার ভালবাসা পেলে হতে পারি গর্ভবতী রাত্রি তোমার ভালবাসা পেলে নিতে পারি
আবার কলঙ্কের অশনি সংকেত
তোমার ভালবাসা পেলে একাকিত্বের শয্যায়
আনতে পারি মুঠো মুঠো পারিজাত গন্ধ
কেড়ে নিতে পারি দাঁতাল শুয়োরের মতো
আমার সব অধিকার
মোনালিসা হয়ে ওড়াতে পারি সুখের পায়রা
মেনে নিতে পারি তোমার অবুঝ সবুজ সব বায়না আবদার
ইচ্ছে হলেই হাঁটতে পারি
প্রজাপতি হয়ে তোমার রানওয়ে জুড়ে
সব কিছুর পরেও ভালবাসা ব্রেকফাস্ট টেবিলে
ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক
সাজানো ব্রিফকেসে চুম্বনের গন্ধ।

 

মধুবন চক্রবর্তী
কবি, অনুগল্পকার, কন্ঠশিল্পী, টিভি প্রেজেন্টার
পশ্চিম বঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Top