সিঁদুর : রঞ্জনা রায়
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:০৯

একমুঠো ছাই
আধপোড়া নাইটি আর এলোমেলো বেডকভার
প্রাত্যহিক কিছু অতিশব্দ ঝাঁঝরা করে
যত্নে তোলা থাক নাইটির ছাই
জন্ম-মৃত্যু জীবনের চূড়ান্ত বিন্দু
কিন্তু বিবাহ?
জৈবিক খিদে অঙ্কুরিত করে প্রাণ
মন্ত্র তন্ত্র সভ্য-ভব্য আচার-বিচার
সবই জৈবিকতার বাহারি ঘোমটা;
ঘোমটা খসে,
নাইটি রক্তাক্ত ছিন্নভিন্ন
সিলিং ফ্যানে ওড়নার ফাঁস
কিচেন কর্নার জতুগৃহ।
মেয়েরা সিঁদুর চায়
মেয়েরা বাঁচতে চায়
সিঁদুরের মূল্যে জীবনকে অনাবাদী করতে চায়।
রঞ্জনা রায়
পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: রঞ্জনা রায়
আপনার মূল্যবান মতামত দিন: