টিপ : জ্যাকলিন কাব্য 


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:২০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:১২

 

নারীর কপালে জয়ধ্বনি 
"টিপ" হয়ে যেন ঝরে,
তাইনা দেখে লেবাসধারী 
গায়ে জ্বালা ধরে মরে।

নারী আবার সাজবে কেন!
সংস্কৃতি কেন থাকবে!
এই লক্ষ্যে লেবাসধারীর
বাড়ছে হানা বাড়ছে। 

থাকবে নারী চাদরতলে
এটাই তারা চায়,
এবার নারী বেরিয়ে আসুক
পেরিয়ে তাদের ভয়। 

পড়ুক টিপ কপাল জুড়ে
সাজুক নারী ইচ্ছে মত, 
টিপ-ই হোক চপেটাঘাত 
লেবাসধারী আছে যত।

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top