দারিদ্র্যের বিজ্ঞাপন : প্রণব মজুমদার


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:২৬

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৫

 

আয়নায় মুখ দেখি না বহুকাল!
চেহারাটা নির্ঘাত চরম দারিদ্র্যের বিজ্ঞাপন।
আজকাল ভিক্ষুকরা আমায় এড়িয়ে যায়।
ভাবি সামর্থ্যই মানুষের কাছে সব,
নিঃস্বার্থ মমতার মন উপেক্ষিত থেকে যায়।
কাক ভীড় করে খাদ্যদাতার নিকট,
যুবতী রূপ বিলায়, মুগ্ধতা ছড়ায় বৈভবে
সন্তান ভৎসনা করে অপূরণের আক্ষেপে।
জীবনের অংকটা বেশ গোলমেলে!
স্বজনরা বলেছিল অর্থ চাই, বিত্ত চাই
হিসাবশাস্ত্রের পুস্তক বিদ্যা মস্তিষ্কে
দিয়েছি ঠাঁই, কাড়াকাড়ি উপার্জনের আশায়।
কর্মে অনিয়ম আর অসততা দেখেছি ঢের,
মনতৃপ্তি লাভে জ্ঞান সৃজনে ফিরেছি ফের।
টেনেটুনে চলছিল দারিদ্র্যের যাপন,
হঠাৎ করোনা দানবে কেড়ে নিল যক্ষের ধন।

রূপ আমার তামাটে হলো আরও
মধ্য রাতের আকাশে তারা খুঁজে ফিরি।
রাত ভেঙ্গে সোনালী ভোর হবে,
মিথ্যা হবে আমার দারিদ্র্যের বিজ্ঞাপন!

 

প্রণব মজুমদার
লেখক গল্পকারকবিপ্রাবন্ধিক ও কলাম লেখক
শান্তিনগরঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top