মরছে মানুষ : পরমার্থ বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত:
৫ এপ্রিল ২০২২ ০০:৩২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৫

মরছে মানুষ, কীটের মতন যত;
ফুটছে লাভা, জ্বলছে আগুন কত;
লাশের না দেশ, না জাত ধর্ম-কথা,
শুধুই বিচার, সংখ্যাতত্ত্বে গাঁথা।
ইউক্রেন, রুশ কিম্বা ন্যাটো সেনা;
লড়ছে, শ্রমিক সৈন্যরা আনমনা।
মারছে রকেট, খাচ্ছে বুলেট বুকে;
ওদের তবু কসাই ভাবার কারণ?
ওরাই কি চায় খেলতে খুনের হোলি?
ঘাতক সেনাও কাউকে ভালোবাসেন।
কেউ মরেছে, সে জহ্লাদেরই প্রেমে।
মারছে যে’জন, তাদের যিনি প্রিয়া;
তিনিই আবার স্বজনহারা নারী।
ওদের কেউ প্রশ্ন করছে না তো!
বারুদ না কি গোলাপ চাইছে ওরা?
বারুদ না কি গোলাপ চাইছে ওরা?
পরমার্থ বন্দ্যোপাধ্যায়
কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত
বিষয়: পরমার্থ বন্দ্যোপাধ্যায়
আপনার মূল্যবান মতামত দিন: