বৈসাবি : এস ডি সুব্রত


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২২ ০২:০৭

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:৪০

 

ত্রিপুরাদের নববর্ষ উৎসব বৈসু
আর মারমাদের সাংগ্রাই
আবার চাকমা ও তঞ্চঙ্গ্যাদের
বৈশাখের উৎসব বিজু,
পাহাড়ে সংষ্কৃতির অনন্য আঁধার
বৈসু সাংগ্রাই ও বিজু
এই তিনের আদ্যাক্ষর মিলে
বৈশাখী উৎসব বৈসাবি,
পুরাতন বৎসরের বিদায় আর
নতুন বছরের আগমন
পাহাড়ে চলে আনন্দ আয়োজন
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব যখন,
পাহাড়ী বাঙালি সকলে মিলে
মেতে উঠে প্রাণের উৎসবে
আমরা সবাই মিলে একসাথে
এসো চলি সুন্দরের পথে ।

 

এস ডি সুব্রত
কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top