হৃদয়ে বনলতার জন্য শিউলির প্রতি ভালোবাসা : নূরহাসনা লতিফ
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২২ ০১:৫২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪২

ছোটবেলায় শিউলি কূড়িয়ে
রাখতাম সাদা কড়ির থালায়,
সুগন্ধে ভরে যেত ঘর
সে ছিল আমার সারা দিনের আনন্দ।
শিউলি আমার পছন্দের ফুল
হাঁটতে গিয়ে পেলাম শিউলির চারা।
লাগিয়ে দিলাম আমার ছাদ বাগানে
এক বছরেই ফুল এলো গাছটায়
আমার সেকি আনন্দ।
উপন্যাস লিখে নাম দিলাম
শিঊলি ঝরা ভো্র
এর শেষ দিলাম লেকের পাড়ে
সেখানে পুতে দিয়েছিলাম কল্পনায়
একটা শিঊলি গাছ।
পার্কে গি্যে একজনের সাথে বন্ধুত্ব হলো
তখন জানতামনা সেও লেখে
আমারই মত, আরো ভালো লাগল
যখন শুনলাম তার নাম শিউলি।
নূর হাসনা লতিফ
কবি ও লেখক
বিষয়: নূরহাসনা লতিফ
আপনার মূল্যবান মতামত দিন: