বোকা : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
১৭ মে ২০২২ ০২:০৯
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৫৭

আর একটু চতুর হলে ক্ষতি কি ছিল?
না হয় একটু বুদ্ধি পৌঁছে দিত কাঙ্খিত গন্তব্যে।
নিঃস্ব, রিক্ত, হতবিহ্বল মুখপানে চেয়ে
সে বলেছিল, বোকা মেয়ে, পুরুষকে বাঁধা এতো সহজ?
পুরুষ বাঁঁধা পড়ে শরীরের বাঁকে বাঁকে।
হৃদয় নিয়ে বোকারাই ভাবে অহর্নিশ।
ভেঙ্গে যাওয়া স্বপ্নের ধ্বংসস্তুপে
নতুন করে শুরু আবার।
সাজানো সংসার আর নিত্য নতুন স্বপ্নে বিভোর জীবন
আচমকা দাঁড় করায় চতুরতার মুখোমুখি।
অবশেষে দীর্ঘ পথের শেষে বুঝতে পারে
হৃদয়, আবেগ মূল্যহীন জটিল সংসারে।
বোকা শুনে শুনে মধ্য জীবনে পৌঁছে যাওয়া নারী
বিধাতাকে প্রশ্ন করে, কেন একটু বুদ্ধি দিলে না?
কেন নির্বোধ করে রাখলে এতো এতো বুদ্ধিমানের মাঝে?
অবশেষে সন্তান যখন চতুরতায় বিদ্ধ করে
বুঝিয়ে দেয় কতোটা বোকামী ছিল
কতোটা ভুল ছিল বিশ্বাসে।
তখন আর বুদ্ধির জন্য নয়,
মুক্তির জন্য,
মুখ লুকানোর জন্য
হৃদয় পোড়া ছাই উড়ানোর জন্য
আকুল নয়নে তাকায় সে উর্ধ্বপানে।
দয়া করো,
ক্ষমা করো,
মুক্তি দাও বোকাকে।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: