বেঁচে থাক : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
২৫ মে ২০২২ ২০:১৪
আপডেট:
২৬ মে ২০২২ ০০:৪৩

ভাত খেয়েছিস?
না।
কেন?
টিউশনিটা চলে গেছে। টাকা শেষ।
শুনেছিলাম হাতে ব্যথা পেয়েছিস? কীভাবে?
গেস্টরুমে যেতে দেরী হয়েছিল।
শোন খোকা--
না খেয়ে হলেও বেঁচে থাক।
সিনিয়র ভাইদের অত্যচারে ক্ষত-বিক্ষত
পঙ্গু শরীরে হলেও বেঁচে থাক।
বেঁচে থাক শিক্ষকদের অনৈতিক আচরণ দেখেও।
বেঁচে থাকলেই আশা থাকে
সময় বদলে দেবার সম্ভাবনা থাকে
ভালোবাসা ধরা দেবার স্বপ্ন থাকে।
একদিন মানুষ হবার
আলো হাতে পথ দেখাবার
মুঠো মুঠো রঙ ছড়াবার আকাঙ্খা থাকে।
বেঁচে থাক বাছা আমার
হাজারো অপমানে
ক্ষুধার্ত পেটে
স্বপ্নহীন আঁধার সময়ে স্বপ্ন খুঁজে।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়: শাকিলা নাছরিন পাপিয়া
আপনার মূল্যবান মতামত দিন: