জলের মাঝে চন্দ্রলোকে : শাহানারা পারভীন শিখা


প্রকাশিত:
২৫ মে ২০২২ ২০:২৩

আপডেট:
২৬ মে ২০২২ ০০:৪৩

 

কথা ছিল এক বিকেলে
সন্ধ্যে হওয়ার একটু আগে
সূর্য যখন অস্ত যাবে,
তুমি আমি দুজন মিলে
বসবো এসে নদীর ধারে।
ঝিরঝির ঝির উতল হাওয়ায়
ভাসিয়ে দিব হৃদয়টাকে।

একটু দূরে যাচ্ছে বেয়ে
স্রোতের টানে ভেসে ভেসে
খেয়া নৌকা পালটি তুলে।
নৌকা মাঝে আমরা দুজন
ভাসবো তখন কল্পনাতে।

জোসনা ভরা আকাশ থেকে
লক্ষ কোটি স্বপ্ন এসে
ভাসিয়ে নেবে সুখের দেশে।
জলের মাঝে চন্দ্রলোকে
হারিয়ে যাবো ডুব সাঁতারে।

তুমি আমি আমরা দুজন
মন হারাবো চাঁদনি রাতে।

কথাগুলো কথার মাঝে
হারিয়ে গেছে সেই সে কবে!
জোছনা ভরা আমার আকাশ
কৃষ্ণ মেঘে যায় যে ভেসে।।

 

শাহানারা পারভীন শিখা
কবি ও লেখক 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top