জন্মাষ্টমী : এস ডি সুব্রত
প্রকাশিত:
২০ আগস্ট ২০২২ ২১:১৫
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৭:৩৩

ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথির
রোহিনী নক্ষত্রের প্রাধান্য সময়ে
পালিত হয় গোকুলাষ্টমী কৃষ্ণাষ্টমী
অষ্টমী রোহিনী শুভ জন্মাষ্টমী,
প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দ্বাপরযুগে
সাধুর পরিত্রাণে আর পাপীর বিনাশে
ভগবান শ্রীকৃষ্ণ আসেন এই ধরাধামে,
পাপী কংস আর জরাসন্ধের অত্যাচার দমনে
শ্রীকৃষ্ণের আবির্ভাব এই মানবকুলে
মথুরার রাজা অত্যাচারী কংসের বোন
দেবকীর গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম কংসের কারাগারে,
দেবকীর গর্ভের অষ্টম সন্তানের হাতে
আপন মৃত্যুর দৈববাণী শুনে
দেবকী আর তার স্বামী বসুদেব কে
বন্দী করেন কারাকক্ষে,
ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাতে জন্মের সাথে সাথে
বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে
চলে যান বৃন্দাবনে যশোদার ঘরে
ছেলে কে রেখে আসেন সেখানে,
শ্রীকৃষ্ণকে নানাভাবে হত্যার চেষ্টা করে
ব্যর্থ হন কংস জরাসন্ধ অবশেষে
সত্য আর ন্যয় প্রতিষ্ঠার লক্ষ্যে
অত্যাচারী কংসের মৃত্যু হয় শ্রীকৃষ্ণের হাতে,
এভাবেই দুষ্টের দমন আর শিষ্টের পালনে
ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মানবকুলে
শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব দিবসে
ধাবিত হই সবাই যেন সত্য ও ন্যায়ের পথে
এ যুগের কংস আর জরাসন্ধদের বিনাশে
ন্যায় শক্তি এগিয়ে আসুক শান্তি স্থাপনে।
এস ডি সুব্রত
কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ
বিষয়: এস ডি সুব্রত
আপনার মূল্যবান মতামত দিন: