সম্পর্ক : রোজীনা পারভীন বনানী


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২০

 

দুদিক থেকে জড়িয়ে আছি আমরা কলাবেণী
ফিতের বাঁধন আলগা হলেই হঠাৎ ছাড়াছাড়ি

আকাশ নিয়ে করছে খেলা মেঘের শামিয়ানা
তুমি-আমি রোদ-বৃষ্টি, যেন খেলছি লুকোচুরি

হাওয়ায় হাওয়ায় উড়ছে শুধু ভালোবাসার ঘুড়ি
আমরা দুজন একটু ঝুঁকে, লাজুক চোখাচোখি

বুকের ভিতর বইছে কেবল বকুল ফুলের ঘ্রাণ
তোমার হাতে আমার হাত, ভাঙছে অভিমান

দুদিক থেকে জড়িয়ে আছি আমরা কলাবেণী
ফিতের বাঁধন শক্ত হাতে দু’দিক থেকেই টানি।।

 

রোজীনা পারভীন বনানী 
ঝিনাইদহ, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top