ভাল্লাগেনা : রোজীনা পারভীন বনানী
প্রকাশিত:
১০ নভেম্বর ২০২২ ০২:৩৭
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২২

থাক্ না পড়ে হিম-বিকেলের
উঠোন ভরা রোদ্দুর টুক্
কুড়াক সেটুক আয়েশ করে কোন
ঢ্যামনা ঝিয়ের উদাস বুক।
জ্বলুক না ছাই পূর্ণিমাতে
দ্বাদশীর চাঁদ মাতাল-পাগল
খাক্ তা গিলে বিভোর হয়ে
ঘরছাড়া কোনো প্রেমিক যুগল!
ঝরুক না হয় বাদলা দিনে
মেঘমালাদের অশ্রু রাশি
মাতুক তাতে সিক্তস্নানে কোনো
শ্যামল মেয়ের উছল হাসি।
আমার এখন ভালোলাগার
কোন কিছুই ভাল্লাগেনা
তোমার কথার ঝিলিকটুকু
কই হারালো কেউ জানেনা!
রোজীনা পারভীন বনানী
ঝিনাইদহ, বাংলাদেশ
বিষয়: রোজীনা পারভীন বনানী
আপনার মূল্যবান মতামত দিন: