বিজয় বুঝেছি : শাহান আরা জাকির
প্রকাশিত:
১৯ ডিসেম্বর ২০২২ ০১:৩৭
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০৮:০০

বিজয় বুঝেছি শৈশবে আঁকা সোনালী আবির মেখে
ধুলোবালিতে লুটোপুটি খেলে শরীর রেখেছি ঢেকে
কাক ডাকা ভোরে কুয়াশা ঠেলে শিউলির মালা গেথে
শাপলা ফুলের সুবাস নিয়েছি আনমনে যেতে যেতে....
কখনো বুঝিনি যুদ্ধ কেমন স্বাধীনতা কারে কয়
দুপায়ে বেড়ি শেকল জড়ানো
দারুন লাগতো ভয়
বিভীষিকাময় কালরাত্রি যখন আমার দেশে এলো
কি জানি কখন দামাল ছেলেরা অস্ত্র কাঁধে নিলো۔۔
আজ সেইসব গল্পকথা আকুলিবিকুলি করে
স্বাধীনতা বুঝি এমনি করেই বিজয়ের কথা স্মরে....
শৈশব ছেড়ে যৌবন এলো
বুঝতে রইলোনা বাকি
এই দেশ আর পরাধীন নয় স্বাধীন এটাই নাকি ۔۔۔
ধীরে ধীরে জানি পুঁথি পুস্তকে কত শোকগাথা লেখা আছে
বিজয়ের সুখ মহাসুখ যেন আজ সকলের কাছে...
বিজয় বুঝেছি সগৌরবে রক্তের বিনিময়ে
গভীর বেদনা ঝরে পরে হৃদয় ক্ষয়ে ক্ষয়ে
একটি মানুষ কোটি মানুষের পথ দিয়েছে খুলে
মায়ের ভাষায় কথা বলবার অধিকার অনুকূলে۔۔۔
পাখি গান গায় নির্ভয়ে আর রাখাল বাজায় বাঁশি
বিজয়ের গান সারা বাংলায় আর মুখে মধুর হাসি
এতো সুখ আর হাসি আনন্দ তিনিই দিয়েছেন এনে
আদরের খোকা শেখ মুজিবুর বিশ্ব গিয়েছে জেনে.....
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল
আপনার মূল্যবান মতামত দিন: