আত্নঘাতী আর্তস্বর : এম এ ওয়াজেদ
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৪৬
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২০

আদিকাব্যের আদিপুরুষ আদিরসে আদ্রিয়মাণ
আদেশলঙ্ঘনের আধারে আধিক্লিষ্টতার আধান
আনন্দকন্দে আনন্দমঞ্জুলার আন্বাহিক আধ্যান
আত্নসারের আদালতে আত্ননাশ আদানপ্রদান ৷
আত্নোদরপূর্তির আরণ্যকে আচঞ্চল আকর্ষণ
আকাঙ্ক্ষিণীর আকালিক আঁতুরঘরে আজ্ঞাপন
আজানুলম্বিত আটপ্রহর আড়ম্বরির আত্নজ্ঞান
আত্নবিনাশের আত্নক্ষরণে আধিব্যাধির আপ্যায়ন ৷
আনন্দোচ্ছ্বাসের আপ্লুত আপীনে আপাণ্ডুর আয়তন
আহ্লাদী আলজিহ্বার আলপিনে আয়স্ত্রীর আরক্তনয়ন
আস্বাদিত আপ্তকামে আশুষ্ক আবিষ্টতার আশ্বাসন
আবাসিত আবেশকুণ্ডলী আহিত আহাজারির আভাষণ ৷
আমলনামার আভিধানিক আবেষ্টনী আস্কন্দিত আস্তর
আসুরিক আস্তাবল আদিষ্ট আপীড়নে আত্নঘাতী আর্তস্বর
আততায়ী আখ্যায়িকার আঁখিকোণে আচারভ্রষ্ট আঁচড়
আচ্ছাদিত আটকপালিয়া আত্নকলহের আত্ত আড়তদার ৷
নওগাঁ সদর, নওগাঁ, বাংলাদেশ
বিষয়: এম এ ওয়াজেদ
আপনার মূল্যবান মতামত দিন: