ভ্যালেন্টাইন’স ডে উপলক্ষ্যে ৫টি ভালোবাসার কবিতা : আবু আফজাল সালেহ
প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪৪
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:৪৯

(১)
উষ্ণতা বলে দেয় আমি ভালো আছি
আবু আফজাল সালেহ
হে বন্যগোলাপ, বিশ্বাস কোরো
গোলাপ ফুটতে যাচ্ছে
পাশে এসে বোসো।
হাত বাড়াও, নাও আমার উষ্ণতা
উষ্ণতা বলে দেয় আমি ভালো আছি তো।
(২)
ভালোবাসা, চলে এসো
আবু আফজাল সালেহ
ভালোবাসা, চলে এসো
পড়ে যেয়ো না।
আমি তোমাকে নিয়েই চলেছি।
সূর্যাস্ত পর্যন্ত গেয়েই যাও
গান, পাঠ কোরো কবিতা।
(৩)
ঢেউয়ে ভেজা ভালোবাসা
আবু আফজাল সালেহ
তুমি লাল নয়, সোনালি
তুমি নীল নয়, পান্না।
গোধূলির সূর্য তোমাকে চুমু দেয়
ফিরোজা ঢেউয়ে চড়ে
নোনা-স্পর্শে।
তোমার মুখে গোলাপ বাগান
আমি শুধু চেয়ে চেয়ে দেখি।
(৪)
খুঁজি তোমাকেই
আবু আফজাল সালেহ
সূর্য দিনকে নতুনকরে জন্ম দেয়।
পাখিরা আকাশে গান গায়
অভিবাদন জানায়।
আমি খুঁজি শুধু তোমাকেই।
(৫)
তোমার গন্ধ পাই
আবু আফজাল সালেহ
বাগানে রোপন করেছো গোলাপগাছ
সারি সারি
মাঝেমধ্যে হাসনাহেনা মল্লিকা কামিনী
ভাঁটফুলও আছে কয়েকটা
বাতাসে বিচিত্র-গন্ধ ভাসে।
আমি শুধু তোমার গন্ধ পাই।
বিষয়: আবু আফজাল সালেহ
আপনার মূল্যবান মতামত দিন: