মিনার রূপে : শীতল চট্টোপাধ্যায়
প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:৪২
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২০

এপার- ওপার একই ভাষার
সাঁকো জোড়া নীল আকাশে,
দু'পারে মাঠ - মানুষকে ছোঁয়
বাংলা ভাষার এক বাতাসে৷
এপারে ভোর উঠোন ছুঁলে
ওপার উঠোন বর্ণে ফোটে,
দু'পার শিশু বর্ণমালার
বাংলা ভাষার বর্ণ খোঁটে৷
ওপারে মা হারায় যেদিন
রফিক - সালাম বাংলা ছেলে,
এপারে মা ভুলল সেদিন
সাঁঝে প্রদীপ রাখতে জ্বেলে৷
পাঁচ সাথিতে বাংলা ভাষার
ভয় ভেঙেছে রক্ত সূর্যে,
তাদের জন্য দু'দেশ বাঁধে
বাংলা ভাষায় গানের সুর যে৷
এদিক - ওদিক সব দিকেতেই
উন্মনা আর আন-মনা সব,
একুশ - আটে হারায় সবাই
কন্ঠধ্বনি গলারও রব৷
ঘরের আলনায় পোশাক রাখা
পরত যা - যা রফিক, সালাম,
পাবেনা আর পরিধেয়য়
শফিউরের - জব্বারের দাম৷
রমনা মাঠে শহীদ ঘুমোয়
সঙ্গে মা'য়ে আকাশ থাকে,
বাঁচা বাতাস , ফুলের গন্ধ
মিনার রূপে শহীদ মাখে৷
জগদ্দল
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
বিষয়: শীতল চট্টোপাধ্যায়
আপনার মূল্যবান মতামত দিন: