শ্রদ্ধা : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২৩

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৪:০৫

 

দুর্বৃত্তের কবল থেকে
জীবন উৎসর্গ করে
যাঁরা ভাষাকে করেছে রক্ষা রক্তের বিনিময়ে,
বিনম্র শ্রদ্ধা তাঁদের তরে।

এই ভাষার বর্ণমালা চিনাতে, জানাতে গিয়ে
যে গুরু তিলে তিলে ক্ষয়ে গিয়ে,
বিলাসি জীবন দিলেন বিসর্জন,
শ্রদ্ধা তাঁদের চরণে।

 

শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top