একাশি বছরের যুবক : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৩ ১৯:১৮

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ২২:২৬

 

একুশ বছরের বৃদ্ধরা ঢুলছে নেশায়
মাংসের লোভে ডুবে আছে নর্দমায়।
নানা দিবসের উৎসবে
নির্যাতনের পৈশাচিক উল্লাসে
বুকে পা রেখে ওপরে ওঠার প্রতিযোগিতায়
কেটে যায় যুদ্ধে যাবার স্বর্ণালি সময়।
এক আঁধার সময়ে
ভয়ে মুখ বন্ধ সমাজে
কাঁদতে না পারার ব্যর্থতার কালে
একাশি বছরের যুবক জেগে থাকে।
একাকী হুইল চেয়ারে স্বপ্নের রাজপুত্র
আনন্দে, সম্ভাবনায় ভরে দিতে চায়
বৈরি, অন্ধকার সময়।
একুশের বৃদ্ধদের জাগাবার প্রত্যাশায়
বারবার ফিরে আসে সে
আশা আর আনন্দের কথা বলে
স্বপ্নের গল্প শোনায়।
একদিন সবকিছু ফেলে
সব পিছুটান উপেক্ষা করে
একাশি বছরের যুবক চলে যায়
রেখে যায় স্বপ্ন আর ভালোবাসা।

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top