সম্রাজ্য দিয়ে দেই তাদের : আবু আফজাল সালেহ


প্রকাশিত:
২ মে ২০২৩ ২১:৪৭

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:৩৪

 

দিন আসে, দিবস আসে
দিন যায় কথা তৈরি হয় না!

মে দিবস আসছে
মে দিন আসছে
মেহনতীদের নতুন বছরের শুভেচ্ছা।

শুধু অনুষ্ঠান কেন?
শুধু শুধু সমাবেশ কেন?
অট্টালিকার নির্মাতা যারা
সবুজের স্রষ্টা যারা
যাদের ঘামে প্রবাহিত শান্তির নহর
আমাদের রক্তমাংসের খোরাক যোগান দেয় যারা
রাজার মুকুট দিয়ে দেই তাদের
রানীর সম্রাজ্য দিয়ে দেই তাদের।

 

আবু আফজাল সালেহ
কবি ও প্রাবন্ধিক

 

এই লেখকের অন্যান্য লেখা


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top