আমি : শাকিলা নাছরিন পাপিয়া
প্রকাশিত:
৮ আগস্ট ২০২৩ ২৩:৪৩
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৮:২৩

আমায় তুুমি আর ডেকো না
জীবন গল্পের আসর মাঝে
কবেই তো হারিয়ে গেছি
তৈরি তাদের নিয়ম ফাঁদে।
এ হাত আমার আর লেখে না
অধিকার আর ন্যায়ের কথা
এ হাত আমার আর চলে না
অনিয়মের ভাংগতে মাথা।
এ চোখ আমার অন্ধ এখন
দেখে না আর অমানবিকতা
এ চোখ দেখে তাদের চোখে
যেটুকু হয় দেখতে বলা।
আমার মাথা আমার তো নেই
বিকিয়ে গেছে সেই সে কবে
আমার মাথা সেটাই ভাবে
যেটা তারা ভাবতে বলে।
তবু আমার হৃদয় কোনে
ছোট্ট আশা বাসা বাঁধে।
হয়তো আবার আমি হবো
ফিরবো আমি নিজের কাছে।
শাকিলা নাছরিন পাপিয়া
শিক্ষক ও কলামিস্ট
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: