সকুল্য : মুহম্মদ নূরুল হুদা


প্রকাশিত:
১৮ মার্চ ২০২৪ ১০:২০

আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৩:৫৭

 

আমার আড়াল তুমি,
তোমার আড়াল আমি
আমরাই আমাদের
সকুল্য আড়াল;
অসঙ্গ অনঙ্গ দেশে
কে বাজায় খোল করতাল!

ঊর্ধগামী অধোগামী
সর্বদিকগামী,
আমাদের সঙ্গগামী
চিরকাল কালমহাকাল।
কে তুমি শিশিরভেজা
গোলােপের বোঁটার সকাল!

আদিতে যে বিন্দু ছিল
আজো সেই বিন্দু আছে,
আছে তার শেকড়ের কৃষি;
জমিতে বা নীলিমায়
সাগরে বা কাঞ্চনজঙ্ঘায়
বুঁদ হয়ে আছে ধ্যানীঋষি!

সকুল্য রয়েছে সব প্রাণী;
যদিও তারাও সব ধ্যানী,
তারা সব অ়ভিমানী, খুব অভিমানী!

সকুল্য মানবকুল তবু নান্দনিক,
চোখের ভিতরে চোখ, দৃষ্টি নির্নিমিখ।
তুমি সেই নাওয়ের ভাসান,
একাকি সোয়ারি তুমি,
তুমি জলতরঙ্গের গান।

 

মুহম্মদ নূরুল হুদা

জাতিস্বত্তার কবি ও মহা পরিচালক, বাংলা একাডেমী

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top