অধরা : শাহান আরা জাকির পারুল
প্রকাশিত:
৪ এপ্রিল ২০১৯ ১১:০২
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২২ ০১:৩৯

হঠাৎ করেই বললে তুমি সেদিন
জোৎস্না রাতে কদম ফুটবে যেদিন ....
থেমে গেলে বললে না আর কিছুই,
ফুটলোনা যে মল্লিকা বা জুঁই
হাতের মুঠোয় হাতটি আমার চেপে
এগিয়ে গেলে নদীর পাড়ে মেপে,
ঢেউ এর পরে আছড়ে পরে ঢেউ
ছিলোনা আর ঐখানেতে কেউ !!
আকাশ ভরা মস্ত তারার মেলা
জোৎস্না ঘিরে সাদা মেঘের ভেলা,
চমকে দিয়ে বললে মিষ্টি হেসে
এমনি করেই তোমায় ভালবেসে,
হয়তো একা পালিয়ে যাবো কোথাও
জোৎস্না হয়ে বাইব মেঘের নাও!!
শাহান আরা জাকির পারুল
নাট্যকার, লেখক ও গবেষক
বিষয়: শাহান আরা জাকির পারুল
আপনার মূল্যবান মতামত দিন: