কল্পিত : সুতপা দাশ ভৌমিক
প্রকাশিত:
২ মার্চ ২০২৫ ১৩:৪৭
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৭:১৩

সহজে তুমি পেরিয়ে যাবে পথ!
ভাবছো! এই তো সোজা রাস্তা।
অক্লেশে পেরতে কতক্ষন!
পথে নামলে দেখবে কত বাঁক
অচেনা সব চড়াই উতড়াই -
সহজ আর সহজ থাকে না যে!
শত সাবধানে চললে পড়েও
প্রতিবন্ধকতা তবুও অনিবার্য।
মনের সাথে দেহের দন্দে হতাস,
ক্লান্তিতে ঘুম আসবে চোখে তখন।
হাজার চেষ্টাতেও সহজ পথের হদিস
পাবে কী তোমার অনুসন্ধানী মন?
মানচিত্রে পথ থাক আঁকা -
কয়টি সরল রেখার টানে।
পথে নামলেই বুঝতে পারা যায়
পথের গতি সরল নাকি বাঁকা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: