নধর ক্ষণগুলো - বর্ণা আহমেদ
প্রকাশিত:
১ মে ২০১৯ ১৬:২৪
আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০১:৩৮

নীলাম্বরী অপ্সরী
চল সাগরের কোলে হেঁটে আসি
যখন জল তোমার কোমর ছুঁয়েছে
উড়িয়ে দাও বেপরোয়া আচঁল,
আছড়ে পরা জলের আদর
আমাদের একান্তে লেপছে চাদর
হলদে চিবুকে তোমার
গোধূলির লাজুক আভা
সিক্ত নোনা আঙিনায় আজ
দেয়ালি তারার শোভা।
এই দোমনা আলোছায়ার মায়া
ছুঁয়ে যায় নধর ক্ষণগুলো
শুধু মন চায় সূর্যাস্তের মোহে
ভাসিয়ে দেই গহন ভাবগুলো।
এসো আজ ভুলে যাই
ছঁকে বাধা কথার ঝুড়ি
ভাল লাগে ভেবে নিতে
নিমিঝিমি নীলাম্বরী।
বর্ণা আহমেদ
বিষয়: বর্ণা আহমেদ কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: