সোনার নোলক : শ্রাবন্তী কাজী আশরাফী 


প্রকাশিত:
৮ জুন ২০১৯ ১৮:৫৪

আপডেট:
২১ এপ্রিল ২০২০ ২১:৩৯

 

মুছিয়া ফেলিলাম টিপ কপালের কাছে 
বুকের ভিতর কি কথা? ডুব দিয়া আছে। 
শুনিয়া ফেলিল কি কেউ? কত যে ভয়! 
ইশারা বুঝে না পুরুষ? তাও কি হয়? 

আন্ধার ঘর আগলাইয়া আছে নিঠুরিয়া ফাসী 
ঝোপ ঝার, ঝাউ বন হায়েনার হাসি। 
এখানে বেবাক কেমন! তক্ষকের মতন 
ঠাওর পারলে কোন কথা থাকিবে কি গোপন! 

মানুষটা গান গায় ঘুরে ফিরে আছে মহা সুখে 
কাছে এলি বুঝি না! দেখে আড় চোখে। 
পাথারিয়া সময় যেন চোখের পলক 
তার জন্য পিনছি আমি সোনার নোলক। 

 

শ্রাবন্তী কাজী আশরাফী
প্রধান সম্পাদক, প্রভাত ফেরী

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top