যাক মুছে সন্তাপ: সুলতানা রিজিয়া


প্রকাশিত:
৩০ আগস্ট ২০১৯ ২০:১৯

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৬:৫৫

 

আসছে শরত আকাশ জুড়ে
শুভ্র মেঘের ভেলায়,
উঠছে জেগে চৌদিকেতে
নীল সবুজের খেলায়।

বানের পানি নিছে কেড়ে
ময়নামতীর সুখ,
পালের গরু, ক্ষেতি ফসল
দুঃখ ভেঙ্গেছে বুক।

উঠছে জেগে পলির চর
জলের শরীর জুড়ে,
পাহাড় শোক নিঃস্ব জ্বালা
যাচ্ছে মুছে ধীরে।

আবীর আলোর উঠোন জুড়ে
হাসবে শিউলি ফুল,
হৈমন্তি বায়ে কাশের বাথান
দুলবে দোদুল দুল।

পলির জমিন লাঙ্গল ফলায়
চিড়বে সোনার চাক,
ফল ফলান্ত অশেষ ফসল
যাক মুছে সন্তাপ।

এই তো আমার সোনার দেশ
সোনার অধিক প্রিয়, 
গৈ গেরামের শ্রমী মানুষ
হাজার বছর জীয়।

 

সুলতানা রিজিয়া
লেখক ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top