রবীন্দ্রনাথ: মানসুর মুজাম্মিল
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪১
আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৬:৪২

তুমি তার পাশে থাকো
যে জন্মেছে তোমাকে জাগাতে
যার বাড়ি জোড়াসাঁকো
তুমি বারবার যার দিকে
বাড়াবে হাত
সে হলো তোমার প্রিয়
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
তোমার চোখকে ধাঁধিয়ে দেবে
তোমার স্বপ্ন শানিয়ে দেবে
তোমাকে ভাবাবে দিনরাত
'সোনারতরী'তে আসবে সে জন
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
'যোগাযোগ' করে চিঠি দেবে তুমি
তার 'ডাকঘর'এ
'শারদোৎসব' এ ঠিক যাবে তুমি
ধর্ম তোমাকে দেবেনা ভাগ করে
লিখে লিখে তুমি পাড়া করো মাত
তোমার কাঁধে হাত দিয়ে
তোমাকে সাহস জোগাবে
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
তুমি যে ভাবছো
তুমি যে লিখছো
সে যে তোমার জাত
তোমাকে টেনে তুলবে
রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ ।
মানসুর মুজাম্মিল
কবি ও ছড়াকার
বিষয়: মানসুর মুজাম্মিল কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: