অন্ধকার –পাষাণ: নূর হাসনা লতিফ
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৩
আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৬:৩৬

তোমার ভেতরের অর্গল খুলতেই
বেরিয়ে এলো অজস্র ঝরা বকুল
কিন্তু শুকনো মলিন।
হৃদয়ের লাল গালিচায়
স্পর্শ পড়েনি,পৌছাতে পারেনি
হৃদয়হীন মানুষের পঙ্গু মন।
নিজেকে নিয়েই ব্যস্ত তিনি
তোমার মুখরিত কথার ফুলঝুরি
শুনতে মোটেই উৎসাহী নন।
প্রেমের বৃষ্টি ঝরিয়ে তুমি দেওলিয়া
তোমার সুবাস ছড়ানো ভালবাসায়
ঢেকে রেখেছো নোংরা উপাদান।
সদা হাস্যোজ্জ্বল মুখখানা,
সাজতে জান ইন্দ্রানীর মত
হয়তো বা অনেকের ঈর্ষার কারণ।
কিন্তু ওরাতো জানেনা
তোমাকে ঘিরে আছে
শতাব্দীর অন্ধকার–পাষাণ
নূর হাসনা লতিফ
কবি ও লেখক
বিষয়: নূর হাসনা লতিফ কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: