তাই তো হয়েছে!: তিয়েন আন্দালিব
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৪
আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৬:৩১

সে চেয়েছিল আমরা বেচে থাকি কুকুরের মত,
পশুর মত।
ক্ষুধার্ত অসহায় হয়ে, একে অপরের কাছে অন্নের ভিক্ষা চেয়ে চেয়ে।
বুকের মাঝে তীব্র ক্ষোভ, দুঃখ, হতাশা, ঈর্ষার
প্রদীপ জ্বালিয়ে।
তাই তো হয়েছে!
সে চেয়েছিল আমাদের বন্দী করতে এক সূক্ষ্ণ মায়াজালে,
যে জাল সময়কে করবে অতি দ্রুত বহমান,
যে জালে দয়া মায়ার অবকাশ নেই, কোন আকাশ নেই,
শুধু ছুটে চলা, দৌড়ানো আর দৌড়ানো।
যেখানে কাগজের নোটটাই হবে ঈশ্বরতুল্য!
তাই তো হয়েছে!
সে চেয়েছিল আমাদের প্রাণ হবে মূল্যহীন,
ক্ষুদ্র পিপিলিকার চেয়েও, তাই তো হল!
সে চেয়েছিল আমাদের মাঝে এক নোংরা শ্রেনী বিভাজন,
যেখানে মনুষ্যত্বএর পরাজয় হবে ক্ষণে ক্ষণে,
আমরা চলে যাব পশুর চেয়েও নিচে,
তাই তো হয়েছে!
সে চেয়েছিল, কালো রংধনুর বিস্তার ভুবন জুড়ে,
আমরা শুধু মেটাব ক্ষুধা,
যাকে দিয়ে সম্ভব, সম্ভব যেখানে!
বিয়ে হবে সমতে সমতে,
আধার সাজবে আলো আর
আলো সাজবে আধার।
তাই তো হয়েছে!
সে চেয়েছিল, ইশ্বরকে রেখে দিয়ে ছোট এক কোণায়,
আমরা মাতবো মাতাল নাচে, নন্দিত উন্মাদ সুরে,
আর ভয়াল জন্তুর মত কন্ঠস্বরে!
তাই তো হয়েছে!
সে, অহংকার ও অন্ধকারের চিরমূর্তি,
প্রশান্তির হাসি হেসে বেড়ায়,
সে অনেক সফল আজ, অনেক সফল এ দুনিয়ায়!
তিয়েন আন্দালিব
লেখক ও কবি
বিষয়: তিয়েন আন্দালিব কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: