আমার বাংলাদেশ : বরুণ চক্রবর্তী
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০১৯ ২৩:০৫
আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৭:২২

পায়ের তলায় মাটি মাখা মাথার উপর আকাশ
জন্মভূমির মুখের দিকে সহস্রবার তাকাস
শৈশবের সেই আকাঙ্ক্ষা জানিস মরে নাই
শিশুর মতন দুরন্ত আর দামাল হয়ে যাই
ইচ্ছে জাগে জাগুক নদীর অবাধ স্রোতের রেশ
নাক বরাবর ওই চেয়ে দ্যাখ্ আমার বাংলাদেশ ।
কর্মমুখর সাত ভাবনায় পাই না অবসর
জটিল-কুটিল প্রশ্নে বাড়ে চিন্তার বহর
প্রাণের তাপে উষ্ণ হবার সুযোগ যখন পাই
শিশুর মতন হ'য়ে পড়ি মায়ের কোলে ঠাঁই
চির সবুজ দিক্-বিদিক্ প্রাণের উন্মেষ
নাক বরাবর ওই চেয়ে দ্যাখ্ আমার বাংলাদেশ
স্মৃতির ঝাঁপি খুলে আমি সর্বজনীন হই
অবিরত মনের সুখে প্রাণের কথা কই
দুই বাংলা এই বুকেতে, আমার কাছে তাই ই
বাংলা ভাষার ঊনিশ-একুশ শহিদের গান গাই
বুকের রক্তের হোক্ অবসান দ্বন্দ্ব ও বিদ্বেষ
নাক বরাবর ওই চেয়ে দ্যাখ্ আমার বাংলাদেশ ।
নাক বরাবর দ্যাখ্ চেয়ে দ্যাখ্ আমার বাংলাদেশ ।।
বরুণ চক্রবর্তী
কবি ও সংগঠক
বিষয়: বরুণ চক্রবর্তী কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: