মেঘবন্দনা : মৌসুমী হাসান
প্রকাশিত:
১১ অক্টোবর ২০১৯ ২২:১৩
আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৭:২০

আষাঢ়ের নির্জলা দুপুর
মন উপবন অপেক্ষার প্রহর
আকাশে কোথাও নেই মেঘকণা
তবু বৃষ্টিপাতে ভিজে যাবার বাসনা
সেই কবে থেকে
দুকূল ভাসিয়ে যমুনা আমার
হাসি-খুশির খেয়া বেয়ে বৃন্দাবন।
একদিন শ্রাবণের বর্ষণ
আমাকে আমার থেকে তুলে নিয়ে
ভাসিয়ে দেবে বৃষ্টির বাঁধভাঙ্গা ঢেউ-জলে
অপূর্ণের সংকীর্ণ খাঁদ ভাঙ্গা
পূর্ণ স্রোতের ডাকাতি।
সেই অপেক্ষায় এখন গোধূলী
আকাশ আমার নিকষ আঁধার
বজ্রের বিদ্রুপ ছাঁপিয়ে
নাচের ঘাগড়ায় কত্থকের বোলে
নেচে যায়-একটাই বৃষ্টি পাগল রাত।
সেই সাথে কার বাঁশি যেন
হাতছানিতে ডেকে যায়,
পারাপারের খেয়ায়।
নীল শাড়ীতে সাদা ফুলের আঁচল
ময়লা শাড়ী ছেড়ে নতুন সাজ।
সারা রাত খেয়া-দেয়ায়
আমি আর একটা পাখি
ডানায় রোদের আলতা মাখামাখি
সকাল বেলার সূর্য যেন
স্নানের ঘরের উর্বশী
সমস্ত প্রকৃতি তার ভিজে পালকে
আকড়ে রেখেছে
এক বৃষ্টি পাগল দিনের
মৌ মাখানো স্মৃতির গন্ধ।
আহা! ভেতর ঘরের জানালা আমার
খুজেঁ মরে শুকনো মাটির ফাঁকে. . . .
মৌসুমী হাসান
কবি ও লেখক
বিষয়: মৌসুমী হাসান কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: