ইচ্ছে করে: টুটু রহমান 


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৯ ২২:১০

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০২:০১

 

ইচ্ছে করে ডানা মেলে
উড়তে থাকি আকাশে, 
শরতের তুলোর মেঘে
ভাসবো আমি বাতাসে।
স্বপ্ন যদি সত্যি হতো 
কী যে খুশি হতাম, 
কষ্টে যাদের জীবন কাটে
তাদের  খুঁজে নিতাম।

দুঃখ সুখে সঙ্গী হবো
রাখবো জীবনবাজি, 
এটাই হোক শপথ মোদের 
থাকবো সবাই রাজি ।। 

 

টুটু রহমান 
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top