অনাসক্তি: মৌরুসি মঞ্জুসা
প্রকাশিত:
১৮ অক্টোবর ২০১৯ ২২:১৯
আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০১:৫২

যাবার হলে এক্ষুণি যাও চলে।
আর থেকো না,
আর রেখো না মায়া!
আমায় যদি নাই বা লাগে ভালো
ভুলবশত দেখো না আমার ছায়া!
বিদায় তবে দাও না কেন বলে!
আর এসো না,
আর ভেসো না রাতে!
আমায় যদি অসহ্য আজ লাগে,
দূরে চলে যাও;আর থেকো না সাথে।
খোলো বাঁধন; নিজেরই মঙ্গলে!
আর এঁটো না,
আর ঘেঁটো না একে!
বাঁধন যদি বেদনা দেয় বড়,
ছিন্ন করো নিজেকে আমার থেকে!
আমার কথায় যেও না আর গলে!
আর সেধো না,
আর বেঁধো না সুখে!
আমায় যদি শুনতে কটু লাগে,
নাম টা আমার এনো না আর মুখে!
মৌরুসি মঞ্জুসা
কবি ও ছাত্রী
বিষয়: মৌরুসি মঞ্জুসা কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: