একটা দুপুর : মানসুর মুজাম্মিল


প্রকাশিত:
৯ নভেম্বর ২০১৯ ০০:০৬

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:২৩

 

একটা দুপুর দাও গো আমায়
একটা দুপুর দাও
আমি তোমায় দিতে পারি যা তুমি আজ চাও!

একটা দুপুর রোদের দুপুর
মিষ্টি-হাওয়ার ঢেউ
হয়তো তাকে রাখবে মনে হয়তো ভোলে কেউ।

একটা দুপুর স্মৃতির দুপুর
পাখপাখালির ডাক
হয়তো স্মৃতি বলা হবে হয়তো রবে ফাঁক।

একটা দুপুর ফুলেল দুপুর
খুব প্রয়োজন আজ
হয়তো আমি হয়েই যাবো সৎ রাজাধিরাজ। 

 

মানসুর মুজাম্মিল
কবি ও ছড়াকার

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top