আমার সুখ : রওশন আরা রুশনী
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০১৯ ২১:২৩
আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:২০

পৃথিবীর সব সুখই যেন বাবার বুকের মধ্যেখানে
মার ফেলে আসা সোনালী কিংবা ধূসর দিনগুলোর গল্পে গল্পে
মাকে জড়িয়ে ধরে শুয়ে শুয়ে শোনার মাঝে
সাথী খুঁজে পায় পৃথিবীর তাবৎ সুখ, আনন্দ।
এর নামই তো বেঁচে থাকা সুখ।
নীল আকাশের ছাইরঙ মেঘ,
শস্যক্ষেতে শালিকের নাচানাচি
দুটি পাতা একটি কুড়ির চালচিত্র
রেলগাড়িতে চড়ে, রেলগাড়ির সঙ্গে
ছুটে চলা পাহাড় দেখে সাথী মুগ্ধ হয়,
মুগ্ধ হয় আর ভাবে- এই তো জীবন,
এই তো সুখ।
লাল সবুজের পতাকার মাঝে সাথী
স্বদেশ দেখে।
স্বদেশের মানচিত্র ভাসে বাহান্ন, ঊনসত্তর
একাত্তর........। তার গর্ব হয়,
ভাবে- আমার স্বদেশেই আমার সুখ
রওশন আরা রুশনী
কবি ও সাহিত্যিক এবং অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা
বিষয়: রওশন আরা রুশনী কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: