সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


একটি কবিতা দেবো : মৌরুসি মঞ্জুসা


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০১৯ ২২:২৮

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:০২

 

একটি কবিতা দেবো তোমায়।
প্রতিবারের মতো এ কবিতা আমায়
ভাব প্রাকাশের তৃপ্তি দেবে না,
প্রেমের অনুভূতি জানান দেবার
আনন্দ দেবে না;
শুধু দেবে সবকিছু ঝেড়ে ফেলার
মুক্তির সুখ!
তবে এ কবিতাই হয়তো
তোমায় তুষ্ট করবে
প্রথমবারের মতো।

ভাবে তার থাকবে-
যা কিছু তোমায় স্বস্তি দেয়;
এমনকিছু,যা তুমি বহুদিন ধরে
প্রার্থনা করে এসেছো আমার কাছে।
হ্যাঁ, আমি মুক্তির কথাই বলছি।
বৃথা বাঁধনে বাঁধতে চেয়েছি

তোমায় শতবার।
ঠিক যেমন বছর তিন-চারের শিশু
মায়ের চুলে বৃথা চেষ্টা করে
বিনুনি বাঁধার।
আমার বাঁধন তো তেমনই
শিশুর দেয়া কয়েকটা
দড়ির প্যাঁচের মতো!

এ ছেলেমানুষী থেকে তোমায় রেহাই দেবো-
এ বার্তাই থাকবে তোমার
এই বহু আকাংঙ্খিত কবিতায়।
তবে এ কবিতা পেয়ে
তোমার মনের নগন্য ক্ষুদ্রাংশ

ব্যাথিত হবে হয়তো;
কিঞ্চিৎ দম্ভ প্রাকাশের
তথাকথিত অধিকার থেকে
বঞ্চিত হবার বেদনায়!

তবে জেনে রেখো,
কারো ভালোবাসা পাওয়া
সীমাবদ্ধ শুধু আত্মগৌরবের মাঝে,
আর কাউকে ভালোবাসার
বিস্তৃতি সংগ্ঞায়িত
আনন্দ আর আত্মতৃপ্তির মাঝে।

তবে সেই কবিতা অতঃপর
এ বিস্তর ভালোবাসাকে আবদ্ধ করবে
এক ক্ষুদ্র সীমার মধ্যে!
এর মধ্য দিয়েই আমি রচনা করব
অনন্তকালের মুক্তির বার্তা,
ছিনিয়ে আনবো ভালোবাসার পূর্ণতা;
সম্ভব যতটা আমার টানা
এই বদ্ধ সীমার মাঝে.....

 

মৌরুসি মঞ্জুসা
কবি ও ছাত্রী

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top