বিজয় তুমি : টুটু রহমান


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০১৯ ২২:৪২

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ০৮:০৩

 

বিজয় তুমি বায়ান্নর শহীদের আত্মত্যাগ 
ছেষট্টির ছয়দফা উনসত্তরের গণঅভ্যুত্থান 
সত্তুরের নির্বাচনে মুজিবের নিরঙ্কুশ বিজয় 
শৃঙ্খলিত জীবন থেকে জেগে ওঠা বিবেক।

বিজয় তুমি সাতই মার্চে বঙ্গবন্ধুর আহবান 
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম  
এবং এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
লক্ষ শহীদের রক্তে আত্মত্যাগের অবদান। 

বিজয় তুমি লক্ষ বীরাঙ্গনার সম্ভ্রমের দাম
ভাই হারা বোনের চাপা ক্ষোভের আর্তনাদ 
মুক্তিযুদ্ধে শহিদ বাবার সন্তানের হাহাকার 
বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের নাম।

 

লেখক: টুটু রহমান
সাবেক উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top