বিষন্ন প্রলাপ : কণিকা দাস


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২০ ১১:৪৯

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৫২

 

কতটা গভীর মর্মবেদনায়
চোখের কোণে নামে অকাল বর্ষা?
কতটা ভালোবাসলে মন অভিমানী হয়!
তোর কাছে এ প্রশ্ন রাখা অবান্তর...
মনের সাথে যুদ্ধ কেবল তোরই হয়!
শরশয্যায় শুয়ে অনন্ত অপেক্ষা
কতটা কষ্টের তা তুইও জানিস
তবে কেন বন্ধুত্বের সাথে আপোস করতে
কেটে যায় মিনিট, ঘন্টা, দিন?

তুই সত্যি এক অবুঝ শিশু
নিজেকে ভাঙবি তবু সরি বলার মতো
সহজ পথে হাঁটবি না
অগত্যা নিজেকে ভাঙতে ভাঙতে
মনের জ্বলন্ত লাভায় বারি সিঞ্চন করে আত্মসমর্পণে পাই তোর মনের হদিস।
তুই ছাড়া যে আঁধার আমার ভূবন
তুই যে আমার খুবই কাছের জন।
কতটা প্রিয় হলে সমব্যথী হওয়া যায়!

কতটা মমত্ববোধে নিষ্পাপ সম্পর্ক গড়ে ওঠে!
এ নিছক কথার কথা?
না কি বাস্তবতার পরাকাষ্ঠে বন্দী
জীবনের দুঃসহ যন্ত্রণা?
প্রশ্ন করার দুঃসাহস নেই
কেবল অনন্ত দীর্ঘশ্বাস ব্যাকুল মনে
জন্ম দেয় হাহাকার।

 

কণিকা দাস
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top