সিডনী শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১


একুশের ভোরে একরাতের গল্প : সারাবানু সূচী


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২০ ০২:১৯

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৪৮

 

একদিন  আকাশ  ভরা  তারা  ছিল, 
ছিল   অনেক  স্বপন  কথা
এক দেশে এক দেশ ছিল
ছিল  শত বঞ্চনার ভাষা
ছিল  সেই  দেশে  শাপলা  শালুক
ছিল  রুপোলী  নদী
আরও  ছিল  কতো  সংগ্রামী ঢেউ
তুফান  মেঘের প্রতীক

আরও  ছিল    সোনার  ছেলে
মায়ের  বুকের  ধন
খেত ভরা  ফসলের  মাঠে
জ্বলেছে   অগ্নি  অনির্বাণ
আরো ছিল  কিছু   প্রত্যয়
আর প্রত্যাশা বুক  মাঝে
ভালোবেসে  দেশ সপ্নগুলোকে
সাজানো  সকাল  সাঝে

কুহক, সে দেশে  শুধু  হায়নাদের
লালন   করেছে  শাসক  প্রেত
শতচূর্ণ করবে,সত্বা-- বাঙালির
এই তাদের  অভিপ্রেত

চায় ,   বাঙালির দেশ ও মানুষ
উভয়ই    হবে   দাস
ধান,পাট, মাটি  সব নেবে  লুটে
গড়ে  তুলতে  চরম  ত্রাস।

হুকুম  জারী করে  নানা  মতে
হায়রে  পাকিস্তান
ভাই  কে  ডাকে না ধর্মের নামে
  রচে  মানুষের ব্যাবধান

  "বাঙলা"  নয়কো উর্দু  পাবে  এদেশের
রাষ্ট্র ভাষার  সম্মান
তখনই  বাঙালি  রুখে  ওঠে  তারা
  বলে - এই বার সাবধান!!

আমরা  বাঙালি  দেখতে  মাঝারি
রঙিন  নেইকো,  যেমন ফুল
কিন্তু  যেন  এই বুকে  আছে  মায়েরদোয়া
ভালোবাসা অপ্রতুল

আছে  মোদের  বিবেক বুদ্ধি
তবু,তোমাদের  ডেকে  "ভাই
সম্ভার  ভরা  ফসল দিয়েছি
যতটা  মোদের  নাই্
দিয়েছি মোদের  ইতিহাসের
  প্রীতি লতা,  সূর্য সেন
তাদের  জন্য   ব্রিটিশ  পালিয়ে
  এ মাটি হলো  স্বাধীন
চাই  নি কিছু "ভাষা " ছাড়া -
  শুধু  চাই  মোরা  ডাকবো  মাকে" মা
এ দাবী  মোদের  প্রাণের দাবী
এরচেয়ে   মহান  কিছু  না"

না" -না "ধ্বণি  শুনলো রজনী
শুনলো প্রভাত  বেলা
কিন্তু  শাসক  গোষ্ঠীর  শোনেনি
হাতে অস্ত্রের চলে  খেলা

বলে  তারা "এ মাটিতে    ঝরবে  রক্ত
প্রতিবাদ যদি  ওঠে"
পরপর    তারা চালালো  গুলি
  তখনি অনর্থ ঘটে -
বুক পেতে  দিয়ে  মরলো জনতা
রক্ত  আগুন  কষ্টে
শত্রুকে  করে   প্রতিহত তারা
ভাষার  দাবি  ওষ্ঠে!
এই ভাষা  যা বাঙালির  ভাষা
বিশ্ব সভায়  আসে
একুশে ফেব্রুয়ারি  এখন
আনন্দ  বেদনায় ভাসে -!

মাগো মা তোমায় আমরা 
বড়ো ই ভালো বাসি
সে ভালো বাসায়  পৃথিবী কে
আজ  তোমার  আঁচলে রাখি!!

 

সারাবানু সূচী
লেখক ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top