একুশের কথা : সারাবানু সূচী
প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২০ ১২:০৯
আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৪০

একুশে ফেব্রুয়ারি আজ বাংলার পরিচয়
একুশে ফেব্রুয়ারি আজ বিশ্ব সভায় বাংলার দান
একুশে ফেব্রুয়ারি আজ জয়ী আকাঙ্ক্ষার জন্ম
একুশ ফেব্রুয়ারি আজ মাতৃভাষায় কথা বলার স্বপন
একুশে ফেব্রুয়ারি আগে ছিলএকগুচ্ছ সাদা ফুল
একুশে ফেব্রুয়ারি আগে ছিল বেদনার রঙ
একুশে ফেব্রুয়ারি আগে ছিল রক্ত পলাশের প্রতীক
একুশে ফেব্রুয়ারি আগে ছিল রক্ত গোলাপের দিন।
একুশের ভোর ছিল কান্না ভরা দীর্ঘ রাত
একুশের ভোর ছিল সাদা শাড়ির কালোপাড়
একুশের ভোর ছিল নগ্ন পায়ে মিছিলে ভীড়
একুশের ভোর ছিল কবিতা ও গানের করুন সুর
ছিল , ছিল সব ছিল এই একুশের বুকের গহীনে
ছিল কিছু আশা, অকৃত্রিম, এই একুশের দিনের গভীরে
একযোগে কিছু যোগী অসীম সাহসী
পাড়িদিল অসাধ্য পথ জীবন প্রয়াসী
যে জীবন মানুষের, আজীবন সংগ্রাম প্রতিবাদী
একুশের মন্তর দিলো বাঙালি কে নতুন চোখ সন্ধানী
জীবন সাধকের পথখুঁজে সত্য কে নতুন ভাবে বুঝা
একুশের মন্তর দিল সাধারণ বুকে অসাধারণ মেধা
যে সাহসে হয়েছে রাজা একদিন গলির ধারের বালক
মতিয়ার হয়েছে সম্রাট , তুলে দিয়ে হৃদয়ের গোলক
স্বয়ং দে-শ মাতৃকার পদে মৃত্যু কে ডেকে
রফিক, বরকত নামে যোগ হলো কত নাম, একে একে।
একুশে ফেব্রুয়ারি, তুমি অজেয়, সারা বিশ্ব জানে
বাঙালি জানে, কোথায় সেই উত্স এই মাটি প্রাণে
জানে বাঙালি জানে ভাষার প্রদীপ
অরণিকাষঠ হয়ে জ্বলে - জ্বলবে হৃদয়ে অহর্নিশ।
সারাবানু সূচী
লেখক ও সংগঠক
বিষয়: সারাবানু সূচী
আপনার মূল্যবান মতামত দিন: