নির্জীব নিস্প্রাণ : রওশন আরা রুশনী


প্রকাশিত:
১ মার্চ ২০২০ ০৭:২০

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৩৬

 

একুশ,তুমি কি শুধুই
একটি দিনের স্মৃতিচারণ
নাকি এক অমর কাহিনী
অবিনাশী গান।

তুমি শুধু স্লোগানে মিছিলে
রক্ত মশালে পলাশে শিমুলে?

নাকি তুমি একটি দিনের লৌকিকতা
কোটি বাঙালীর কতকথা!

একটি দিনের পতাকা শোভিত শহীদ
মিনারে পুষ্পর্ঘ অর্পন
তুমি তো বছরে এগারটি মাস থাক নির্জীব নিস্প্রাণ।

 

রওশন আরা রুশনী
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top