এই বৈশাখে বাংলায় বঙ্গবন্ধু ও আরেক একাত্তর: সারাবানু সূচী
প্রকাশিত:
১১ এপ্রিল ২০২০ ০৫:৫৭
আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২০:৪১

এদেশ আমার কাছে সোনা
বঙ্গবন্ধু তুমি অমৃত সাধনা করে এনেছো এদেশ
এই বৃক্ষছায়াতলে অপূর্ব মাটির সৌরভ ভরা বালু কণা
এইযে সাগর আর নুনের গভীর তলে লুকানো বৈভব
এক সাগর সাহসী আর ফুলেল হৃদয়ে তোমার কৈশোর
একনদী ভালোবাসা আর কঠোর কঠিন দীক্ষা
কীভাবে উন্মোচিত করেছে বীজবাক্য-স্বাধীনতার এ মাটির বেদনা আনন্দ সমীক্ষা
এই মাটি কি সে মাটি নয় যার বুকের ভিতর লোহিতশিলা
এই মাটি বৈশাখী গেরুয়া বসন পরে কখনো পত্র মিলা
রক্ত সাগরে ভরে সন্তানের বনশালুকের ধানী জমি মাটি
রক্ত সূর্য ওঠা দখিনা সমুদ্রের কোলে ভাসে সবুজ নিভৃতভূমি পরি পাটি-
কখনো বা হরিদ্রাভ বর্ণ জোসনায় সাদা ফকফকা
কখনো বা সুন্দর বন হয়ে জড়িয়ে রাখা শুধু বৃক্ষ
মমতার কালো রেখা
আঁধারের শেষ প্রহর ধরে আলো উঁকি ঝুকি
সহস্র যোজন ধরে চলে রাতের বাতাস
কথার আলাপন নখত্র তারার সম্মতি
সূর্য স্নান শেষ করি যে প্রভাত বুকে
নিয়ে খেলা করে কপোত-কপোতী
দুপুরে নীল পরাস্ত আকাশে গোনে
আলোর শক্তি রাজণ নৃপতি!
সেই শক্তি ধারণ করে জেগে ওঠে
এ-ই বংগ দে-শ
বঙ্গবন্ধু তোমাকে সালাম শুধু
এই বাংলার অন্তর নিশ
অন্তরস নিসর্গ নিস্তব্ধ নিস্তব্ধতা নিস্তার কৌশিশ
খুঁজে ফিরে অবশেষে এই মাটির কণা প্রতি কোনাধারে
এক প্রতিঘাত, তার বিরুদ্ধে লড়াই
হারবে অসুর শক্তি "করনা"
নাম ধরে ডাক দিয়ে ছিল একদিন যে কন্ঠে
"ইনশাললাহ "
মহান রাব্বুল নামে জিততে মানব জাতি এক জোট
এ-ই মাটি জিতে যাবে -প্রতিজ্ঞা রন্ধ্রে!
বৈশাখী মেঘের আগুনে
জয় জয় জয়াকার জয়বাংলার হবে জয়
ধামাবে মৃত্যু মিছিল -এ নতুন বাংলা -
গড়বে নতুন পৃথিবী
নতুন তরুণ প্রাণ সদাপ্রস্তুত সেবা দান ধ্যানএ
রোগ ব্যাধি ধুয়ে যাক
বৈশাখী ঝড়ের প্লাবনে!
সারাবানু সূচী
লেখক ও সংগঠক
বিষয়: সারাবানু সূচী
আপনার মূল্যবান মতামত দিন: