যদি আবার মানুষ হও : লাভলী ইসলাম
প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২০ ২১:৩৮
আপডেট:
১৪ মার্চ ২০২৫ ১৬:৪০

বাইরে যাই না নিতে এখন অক্সিজেন
কোথায় কেউ নেই পথ ঘাট নির্জন
করোনারা ডেকে করছে ফিঁসফিঁস
চারিদিকে আছে ছড়িয়ে যেন বিষ ।
মানুষ দেখলেই যাই দ্রুত সরে দূরে
মানবতা মনটাকে খাচ্ছে কুঁড়ে কুঁড়ে
বিষাক্ত করোনা বলছে কানে কানে
অনাচার করেছিলে স্রষ্টা তা জানে ।
অন্যায়ের দৌড় পাঠিয়েছেন থামাতে
আমরা তাই রাজত্ব করছি এই ধরাতে
খেলা শেষ তোমরা এখন পরাজিত
যদি আবার মানুষ হয়ে হও অবনত ।
চাইলেই তিনি দিবেন দয়া করে মাফ
মুছে যদি পাপ সবাই হৃদয় কর সাফ।
হুকুমের গোলাম আমি এসেছি তাই
স্রষ্টার উপর ক্ষমতা আর কারো নাই।
লেখক: লাভলী ইসলাম
বিষয়: লাভলী ইসলাম কবিতা
আপনার মূল্যবান মতামত দিন: