অপেক্ষায় থেকো : ডা: মালিহা পারভীন


প্রকাশিত:
৭ মে ২০২০ ২০:২৩

আপডেট:
৬ আগস্ট ২০২০ ০৬:১৯

 

আমায় কখোনো ডাকনি তুমি,
তবু বারবার গেছি ছুটে,
তুমি কখনো আমায় লিখোনি চিঠি
তবু বার্তা পেয়েছি ঠিক সবুজ পাতার।

তোমার অকেৃপন আলো চোখে না জড়ালে
ক্লান্তিরা জেগেছে রাত ভোরের কোলে,
ঘাসফুলে টলটল জল ছুঁয়ে না দিলে,
সমস্ত দিন কেটেছে আকণ্ঠ তৃষ্ণায়।

এ যাত্রায় বেঁচে থাকার ছাড়পত্র পেলে,
তোমার স্পর্শের কাছে যাব,
এ যাত্রায় কারাগার থেকে মুক্তি পেলে,
তোমার ঘ্রানের কাছে যাব।

আকাশের মেঘ জড়াবো চুলে,
বাতাসে উড়াবো বিরহ ফানুস,
প্রিয় রমনা আমার,
অপেক্ষায় থেকো তুমি।। 

 

ডা: মালিহা পারভীন
কবি ও কথা সাহিত্যিক

সেগুনবাগিচা, ঢাকা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top