অনুগল্প ক্ষুধা : শাকিলা নাছরিন পাপিয়া


প্রকাশিত:
১৬ মে ২০২০ ২০:৪৭

আপডেট:
১৫ এপ্রিল ২০২১ ২১:৩২

 

চার জোড়া ক্ষুধার্ত হাত দু'দিনের ক্ষুধার্ত শরীরটাকে খামচে ধরেচে।
শারমিনের কানে তখন আট মাসের ক্ষুধার্ত শিশুর আর্তনাদ।
দাঁতে দাঁত চেপে ক্ষুধার্ত জানোয়ারগুলোর উল্লাস সহ্য করছে শারমিন।
আর একটু সহ্য করতে পারলেই জুটবে ক্ষুধার্ত শিশুর দুধ কেনার টাকা।
জন্মের আগেই যে শিশুর বাবা চলে যায় তার ক্ষুধা মেটাতে নতুন ঠিকানায়
সে শিশুর মায়ের যুদ্ধটা লক্ষ কোটি ক্ষুধায় ক্ষুধার্ত সমাজ কবে বুঝবে?

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top