অবসরের ঘোষণা ডেল স্টেইনের


প্রকাশিত:
২৭ জুলাই ২০১৮ ১০:১১

আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:১৬

অবসরের ঘোষণা ডেল স্টেইনের

এমনিতেই ইনজুরির কারণে বার বার দলের বাইরে থাকতে হয় দক্ষিণ আফ্রিকার  তারকা ডেল স্টেইনের। আর বয়সও হয়েছে যথেষ্টও। তাই নিজেকে ক্রিকেট থেকেই গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আফ্রিকান ফাস্ট বোলার।



তবে ক্রিকেট থেকে নয়, সাদা বলের ক্রিকেট থেকে বিদায় নিবেন এই তারকা। আগামী ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের পর এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি বলেন, ‘আমি চেষ্টা করবো ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপটা (ওয়ানডে) খেলার। কিন্তু এরপর আমি আর দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টিতে) ক্রিকেটে নিজেকে দেখছি না। পরের বিশ্বকাপ আসতে আসতে আমার বয়স ৪০ হয়ে যাবে। তখন আরও সম্ভব হবে না, নিশ্চয়ই।’



এ প্রসঙ্গে স্টেইন বলেন, যখন টেস্টের কথা আসছে, তখন বলবো আমি যতদিন পারি খেলতে চাই।আমি শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে ফিরতে পেরেছি। কেপটাউনে ভারতের বিপক্ষে খেলতে নেমে কাঁধের ইনজুরিতে পড়েছিলাম। এখন ভালোই আছি।



টেস্ট ক্রিকেট দিয়ে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ওঠে স্টেইনের। এ পর্যন্ত ৮৮ টেস্টে নিয়েছেন ৪২১ উইকেট, ১১৬ ওয়ানডেতে ১৮০ উইকেট ও ৪২ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট রয়েছে ৩৫ বছর বয়সী প্রোটিয়া এ গতি তারকার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top