হজ পালনের জন্য ক্যারিবিয়ান লিগ খেলবেন না সাকিব
প্রকাশিত:
২৮ জুলাই ২০১৮ ০০:৩২
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ০১:৪৮

দুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন নিয়ম করেছে জাতীয় দলের কোন ক্রিকেটার বছরে দুটির বেশি ভিনদেশি লিগে অংশ নিতে পারবেন না। এই নিয়ম অনুযায়ী এই বছর একটি বিদেশি লিগ আইপিএল খেলেছেন টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টির ক্যাপ্টেন সাকিব আল হাসান।চলতি বছর এখনো দুটি বিদেশি লিগ সিপিএল ও বিগ ব্যাশ রয়েছে। যা খেলে থাকেন সাকিব। তাই সবাই ধরেই নিচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সিপিএল খেলবেন।
কিন্তু বার্বাডোজ ট্রাইডেন্টসের ‘সাকিবের জায়গায় স্মিথের অন্তর্ভুক্তি’ দেখে নিশ্চিত হওয়া গেছে সাকিবের না খেলা সম্পর্কে। কিন্তু কেন খেলছেন না? একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গিয়েছে , পবিত্র হজ পালনের জন্যই এবার সিপিএলে অংশ নিচ্ছেন না সাকিব।
সাকিবের হজ পালনের প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘কই, আমি কিছু জানি না তো। সাকিব হজে যাবে কি-না, সত্যি আমার জানা নেই। আর হজ এমন সময়, যার সাথে জাতীয় দলের কোন কার্যক্রমের ক্ল্যাশ হবারও সম্ভাবনা নেই। হজের সময় টাইগারদের কোন অ্যাসানমেন্টও নেই।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: